নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. সাজ্জাত হোসেন (২১) নামে এক যুবকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাজ্জাত নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেকের কুড়েরপাড় মোল্লা বাড়ি এলাকার সোলমান মিয়ার ছেলে।
রোববার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর পাশের বাসার ১০ বছরের শিশুকে কিছু কিনে দেওয়ার কথা বলে ঘরে নিয়ে যান সাজ্জাত। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আজ রোববার রায় ঘোষণা করেন আদালত।