নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে৷ তবে এতে কেউ হতাহত হননি৷
শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা৷ তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
লাব্বাইক ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের বাসটি মহাসড়কের পাশে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড় করানো ছিল৷ বাসটিতে আগুন লাগলে স্থানীয় লোকজনই তা নেভায়৷ আগুনের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা ওসি গোলাম মোস্তফা
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের দেশব্যাপী অবরোধের প্রথম দিনের কয়েক ঘণ্টা আগে বাসে আগুনের ঘটনা ঘটে।