নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ফতুল্লার মুন্সিবাগ এলাকার সিএসআরএম ডেইলি ফার্মের সামনে থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা বস্তাবন্দি ছিল। মরদেহের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের একটি ফুলহাতা গেঞ্জি ছিল।
সকালে কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহতের পরিচয় এবং মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম