চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রায়হান (২২) উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতীপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রায়হান তার কয়েকজন সহযোগীকে নিয়ে ওই এলাকার প্রবাসী ফারুকের বাড়িতে চুরি করতে যায়। রায়হান ওই বাড়ির ছাদের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে মালামাল জড়ো করতে থাকে। তখন বাড়ির মালিক কৌশলে ঘর থেকে বের হয়ে প্রধান গেটে তালা লাগিয়ে দিয়ে লোকজন জড়ো করেন। এ সময় বাইরে থাকা চোররা পালিয়ে গেলেও রায়হান বিষয়টি টের না পেয়ে মালামাল জড়ো করতে থাকে। ওই অবস্থায় উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তদন্তে জানা গেছে রায়হান ও তার সহযোগীরা ওই বাড়িতে চুরি করতে যায়। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা রায়হানকে গণপিটুনি দেয়। তবে তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ