পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমারের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) এ বিষয়ে আবেদনের শুনানি করে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ আদেশ দেন।
আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন বাবুল আক্তারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, ‘পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের দায়েরকৃত ধানমন্ডি থানার সাইবার মামলার পুলিশ রিপোর্ট আমলে নেওয়ার জন্য আজকের দিন ধার্য ছিল। বিজ্ঞ সাইবার আদালত, ঢাকা দুইজনের বিরুদ্ধে রিপোর্ট আমলে নিয়েছেন। আর দুইজনের বিরুদ্ধে আমলে নেননি।’
শিশির মনির বলেন, ‘যাদের বিরুদ্ধে আমলে নিয়েছেন তারা হলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, বাবুল আক্তারের ছোট ভাই হাবীবুর রহমান লাবু।’ আর যাদের বিরুদ্ধে রিপোর্ট আমলে নেননি তারা হলেন, সাবেক এসপি বাবুল আক্তার ও বাবুল আক্তারের পিতা আবদুল ওয়াদুদ।