‘বোনকে বাঁচাতে কিডনি দেবে বোন, প্রয়োজন শুধু প্রতিস্থাপন খরচ’

সৈয়দ রিফাত, দেশকথা.ডটকম

বাঁচতে চায় সুরাইয়া। তার জন্যে প্রয়োজন কেবল কিডনি প্রতিস্থাপন খরচসমূহ। সুরাইয়ার বোন কিডনি ডোনেট করবে বলে সিকেডি হাসপাতাল শ্যামলীতে প্রাথমিকভাবে ইতিমধ্যেই আলাপ করে রেখেছে। এখন শুধু প্রয়োজন আর্থিক সহযোগিতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ ‘সংযোগ’ কানেক্টিং পিপল ফাউন্ডেশন থেকে বিষয়টি জানা যায়।

যেখানে বলা হয়, কিডনি প্রতিস্থাপন ও ওষুধসহ অন্যান্য খরচের জন্য ২ লক্ষ ৬০ হাজার টাকা প্রয়োজন। সবমিলিয়ে ৩ লাখ টাকা পেলে কিডনি প্রতিস্থাপনের জন্য দ্রুতই সুরাইয়া কাজ শুরু করে যাবে বলে জানিয়েছে তার পরিবার। গত আড়াই বছর ধরে ডায়ালাইসিস নেয়া সুরাইয়ারা আর্থিকভাবে বেশ অস্বচ্ছল।

কন্ট্রিবিউশান করার লিংক:
https://songjog.org/donate/medi-help-for-suraiya/


কন্ট্রিবিউশান করার জন্যে নিচের যেকোনো মাধ্যমে দিতে পারেন:
A/C NAME- SONGJOG CONNECTING PEOPLE FOUNDATION
A/C NUMBER – 405711100000702,
BRANCH NAME- Shahjalal Islami Bank Tower BRANCH,
BANK NAME- Shahjalal Islami BANK LTD,
ROUTING NUMBER – 190260871
SWIFT CODE- SJIBLBDDHCPC


Bkash:
Bkash personal
01737369474
Nagad:
Nagad Personal
01737369474
Paypal Account:
https://www.paypal.com/donate/…
To use Zelle, anyone can use
admin@songjogfoundation.org