ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে এক যুবক। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান তিনি। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
নৈশ প্রহরী হরকান্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুলিশ হামলাকারী সেই যুবক নাসির উদ্দীনকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আহত হয়েছেন বলে জানা যায়।